ডিমলায় ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

হামিদা আক্তার : ২৪ জানুয়ারী বিকালে নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকদ্রব্য গাজা ও ইয়াবা ব্যবসায়ী মদিনাকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ বলে খবর পাওয়া গেছে। জানা যায়, সুজয় কুমার রায় ওরফে মদিনা (৩০) ডিমলা থানার সামনে জেলা পরিষদের ডাক বাংলোর নিউ হ্যাপী হোটেল থেকে তাকে ৯ টি ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাজা বিক্রয়ের সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। সে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায় ওরফে কাদো চৌকিদার এর পুত্র । জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই সাহাবুদ্দিন, এসআই ফিরোজ ও এস আই খুরশিদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হাজত খানায় রাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।



মন্তব্য চালু নেই