জীবন বাঁচলেও পা বাঁচলো না লিটনের
রাজশাহী: রাজশাহীতে দুই দফা ভূমিকম্পে জীবন বাঁচাতে পরীক্ষা রেখেই তিন তলা ভবন থেকে লাফ দিয়েছেন আতিকুর রহমান লিটন নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক পরীক্ষার্থী। তবে এ যাত্রায় নিজের জীবন বাঁচাতে পারলেও তার ডান পা ভেঙে গেছে।
শনিবার দুপুর ১২টা ১৫ মিনিট ও ১২টা ৪৮ মিনিটে দুই দফা ভূকম্পন অনুভূত হয়।
আহত লিটন জানান, রাজশাহী সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা দেয়ার সময় ভূ-কম্পন অনুভূত হলে তিনি সিড়ির রেলিং ঘেঁষা গাছের ডাল ধরে তিন তলা থেকে লাফ দেন। এ সময় পড়ে গিয়ে তার ডান পা ভেঙে যায়। পরে ওই কেন্দ্রের শিক্ষকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে, ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও জ্ঞান হারিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ১৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, নগরীর শিরোইল কলোনী এলাকার তরিকুল ইসলামের মেয়ে সেতুমনা (১৬), ধরমপুর এলাকার কোরবান আলীর মেয়ে কাকলী (১০), আমবাগান এলাকার ইমরান আলীর ছেলে শশী (১৫), মীর্জাপুর এলাকার নজির উদ্দিনের মেয়ে শরীফা (৪৫), ডিঙ্গাডোবার আলিম হোসেনের ছেলে উজ্জল (২৫), সগরপাড়ার পরিমলের ছেলে পাপন (১৪), শালবাগান এলাকার সাগরের মেয়ে সুষ্মী (১২), বেলপুকুর এলাকার মৃত সাজুর স্ত্রী মনিরা (২২), তেরখাদিয়ার মৃত কফিল উদ্দিনের ছেলে সুমন (৩৬), চ-িপুর এলাকার ওয়ালিউল্লার স্ত্রী লাবনী (২৬), টিকাপাড়ার রমজানের ছেলে রুমি (২৩) ও মেয়ে মৌসুমী (২০), সাগরপাড়ার মনিরুলের ছেলে গিয়াস (১৫), আলুপট্টি এলাকার মোরশেদ আলীর ছেলে শুভ (১৬), খরবোনা এলাকার আসলামের মেয়ে কেয়া (২৩) ও মুন্নাফের মোড় এলাকার নাজিরুল ইসলামের মেয়ে দীপা (২০)। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই