ভোটের দিন ঢাকায় চলবে না মোটরযান

নির্বাচনে ভোটের পরিবেশ নিশ্চিত করতে রাজধানীতে ২৭ এপ্রিল রাত ১২টা থেকে মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর থাকবে। ২৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের আগে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকবে।



মন্তব্য চালু নেই