কি‌শোরগ‌ঞ্জের মুখপত্র জনগ‌ণের বার্তা’র ১ম জন্ম‌দিন পালিত

‌কি‌শোরগঞ্জ নীলফামারী জেলার এক‌টি অনুন্নত উপ‌জেলা । কৃ‌ষি‌নির্ভর হওয়ায় সী‌মিত শিল্প-প্র‌তিষ্ঠান অার কিছু ব্যবসায়ী‌র কল্যা‌ণে বর্তমা‌নে একটু উপ‌জেলা শহ‌রের ব‌হিরাবরণ পা‌চ্ছে উপ‌জেলা‌টি । নীলফামারীর অন্য উপ‌জেলাগু‌লোর চে‌য়ে তুলনামূলক কম উন্নত এই উপ‌জেলায় বেশ ক‌য়েক বছর অা‌গে এক‌টি ফায়ার সা‌র্ভিস স্টেশন নি‌র্মিত হ‌লেও কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকায় অাজও তা চালু করা সম্ভব হয়‌নি । এছাড়াও ‌নেই পর্যাপ্ত নাগ‌রিক সু‌যোগ-সু‌বিধা । সেই কি‌শোরগ‌ঞ্জে
এম‌নি নানা সমস্যার মা‌ঝে সাহ‌সিকতার সা‌থে চল‌ছে একমাত্র প‌ত্রিকা মা‌সিক জনগ‌ণের বার্তা ।

প‌ত্রিকা‌টি গত বছ‌রের অাজ‌কের দি‌নে মোড়ক উ‌ন্মোচ‌নের মাধ্য‌মে যাত্রা শুরু ক‌রে এবং সফলভা‌বে এক বছর অ‌তিবা‌হিত ক‌রে ।

১ম বর্ষপূর্তী উপল‌ক্ষে থানা রোড, কি‌শোরগঞ্জস্থ প‌ত্রিকা অ‌ফি‌সে কেক কা‌টেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সি‌দ্দিকুর রহমান, কি‌শোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তা‌ফিজার রহমান এবং প‌ত্রিকার সম্পাদক মোঃ বাদশাহ অালমগীর ।

উক্ত অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান মোঃ র‌শিদুল ইসলাম এবং অাওয়ার ‌নিউজ বি‌ডি’র নীলফামারী জেলা  প্র‌তি‌নি‌ধি মোঃ ম‌হিবুল্লাহ অাকাশ ।

কেক কাটা শে‌ষে প‌ত্রিকা‌টির সাফ‌ল্যের ধারাবা‌হিকতা অব্যাহত থাকার উ‌দ্দে‌শ্যে দোঅা ও ‌‌মিলাদ মাহ‌ফিল পালন করা হয় ।



মন্তব্য চালু নেই