কিশোরগঞ্জ দারুন নাজাহ স্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দারুন নাজাহ প্রি-ক্যাডেট স্কুল ও মাদ্রাসা শাখার বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকালে পরিচালনা পরিষদের প্রধান পরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিলুফা ইয়াসমিন।

বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম উপদেষ্টা আখতারুজ্জামান বাদল,আব্দুল ওয়ারেছ,স্কুল ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ডা.মু.খাদেমুল মোরসালিন শাকীর,তাওহিদুল ইসলাম মারুফ,মঈনুল হাসান নয়ন প্রমূখ। পরে কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে দিন ব্যাপি আনন্দঘন অবস্থায় ক্রিড়া প্রতিযোগীতার ৩২টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই