কিশোরগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিত করণ সভা
কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি॥ কিশোরগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণের লক্ষ্যে আলোচনা সভা,সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী পুটিমারী ইউনিয়নের ভেড়ভেরী মাঝাপাড়া স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক ও ভেড়ভেরী মাঝাপাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ সুধারঞ্জন প্রমূখ।
আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন ও ভাবনা বিষয়ে সঙ্গীতানুষ্ঠান, ও চলচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য চালু নেই