কিশোরগঞ্জে ল্যাম্ব “শো” প্রকল্পের উদ্বোধনী কর্মশালা

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জে গ্লোবাল এফেয়ার্স কানাডা’র অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় উন্নয়ন সংস্থা ল্যাম্ব ‘স্ট্র্যান্দেনিং হেল্থ আউটকাম ফর উইমেন এন্ড চিলড্রেন (শো)’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা বুধবার কিশোরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার শুরুতে ল্যাম্ব “শো”প্রকল্পের মা ও শিশু বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কিশোরগঞ্জ ল্যাম্ব “শো” প্রকল্পের টেকনিক্যাল কো-অর্র্ডিনেটর রাবেয়া সরকার এলিনা। পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. গাওসুল আজিম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর বিভাগীয় প্রকল্প ব্যবস্থাপক ডা. ঋষীকেশ সরকার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর বিভাগীয় হেলথ ষ্পেশালিষ্ট ডা.মাহবুব আলম, ল্যাম্বের“শো”প্রকল্পের ব্যবস্থাপক এ এফ এম মোস্তফা সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবুল,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারূক উজ-জামান,চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব প্রমূখ।

কর্মশালায় কিশোরগঞ্জ ল্যাম্ব “শো” প্রকল্পের টেকনিক্যাল কো-অর্র্ডিনেটর রাবেয়া সরকার এলিনা বলেন,স্বাস্থ্য সেবার মান উন্নয়নের মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা। শো প্রকল্পটি ২০২০ সালের জুন পর্যন্ত জেলার গর্ভবতী মা ও প্রসূতির মা’সহ শিশুর মৃত্যুহার রোধে সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতাপূর্ণ অবস্থানে থেকে কাজ করবে।



মন্তব্য চালু নেই