কিশোরগঞ্জে ভিক্ষুকের কারাদন্ড
এক ভিক্ষুককে ভিক্ষা করার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৬০) কিশোরগঞ্জ বাজারে ভিক্ষা করছিল।
এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওই ভিক্ষুককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান জানান- গত বছরের ৫ জুলাই উপজেলার ৯১৩ জন ভিক্ষুকদের বিভিন্ন উপকরণ কিনে দিয়ে এ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা হয়।
এছাড়া এসব ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেস্টুনের আওতায় এনে পুনর্বাসিত করা হয়। রফিকুল ইসলামকে বয়স্ক ভাতা, একটি বাড়ি একটি খামার থেকে লোন ও উপকরণ সামগ্রী দেয়া হয়েছে। এরপরও সে ভিক্ষা করে সাধারণ মানুষদের অতিষ্ট করে আসছে। ফলে জনউপদ্রবের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ওই ভিক্ষুককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই