কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্টিত
কিশোরগঞ্জ উপজেলায় স্থানীয় ষ্টেডিয়ামে শনিবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইফ আলহাজ্ব শওকত চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ও উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান। খেলায় বালক গ্র“পে চ্যাম্পিয়ন হয় মুশা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বলিকা গ্র“পে ভেরভেড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
পরে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি আলহাজ্ব শওকত চৌধুরী ১০টি হইল চেয়ার,১০টি শ্রবণ যন্ত্র ও ২টি ক্রেস্ তুলে দেন।
মন্তব্য চালু নেই