কিশোরগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি॥ “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ্য সবল মেধাবী জাতি” এ শ্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন করা হয়। শনিবার সকাল ৯টা থেকে সেবা সপ্তাহের সূচনা লগ্নে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড় হাজার গরু,ছাগল,হাস ও মুরগির বিনামূল্যে সেবা প্রদান করা হয়। রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালী বের করে ঢাক ঢোল বাজিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার রায়,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা প্রকৌশলী কেরামত আলী নান্নু,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুর রাজ্জাক,সার্জন ডা. হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান প্রমূখ। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গবাদিপ্রাণি ও হাঁস মুরগীর বিনামূল্যে চিকিৎসা,টিকা প্রদান ও কৃত্রিম প্রজনন কার্যক্রমের মাধ্যমে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের সমাপনি ঘটবে।
মন্তব্য চালু নেই