অবশেষে জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ : অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মৎস্যজীবি জেলে মোশারফ হোসেন (৩৫) গত সোমবার রাত সাড়ে ৩ টার দিকে ভারত সীমান্তে অনুপ্রবেশ করে। এ সময় কুচবিহার জেলার মেগলিগঞ্জ থানার শিংপাড়া গ্রামবাসী অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক মোশারফকে আটক করে ভারত সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জোয়ান সদস্যদের হাতে তুলে দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র জেওসি ৬৬৬৭ ৭/ডি কোম্পানীর চরখড়িবাড়ীর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মহসীন আলী চৌধুরী গত মঙ্গলবার সকালে বাংলাদেশী নাগরিককে ফেরত চেয়ে চিঠি পাঠান ভারতীয় বিএসএফ সদস্যদের কাছে। এরপর থেকেই বিজিবি সদস্যরা বাংলাদেশী নাগরিককে ফিরে পেতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনসহ সঙ্গীয় সিপাই রাসেল আহম্মেদ,সাদেকুল ইসলাম,রিপন হোসেন ও শ্রী সুভেন পাত্র বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করেন।
মঙ্গলবার বিকালে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বেঠক শেষে অনুপ্রবেশকারী জেলে মোশারফ হোসেনকে বিজিবি’র হাতে হস্তান্তর করেন বিকাল সাড়ে ৪টার দিকে। পরে মোশারফ হোসেনকে রাত নাড়ে ৯ টার দিকে ডিমলা থানায় হস্তান্তর করেন কোম্পানী কমান্ডার মহসীন আলী চৌধুরীসহ সঙ্গীয় টিম।
এ ব্যাপারে কোম্পানী কমান্ডার মহসীন আলী চৌধুরী বলেন,জেলে মোশারফ হোসেন অবৈধ অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে বিচারের জন্য তাকে ডিমলা থানার অফিসার ইনচার্জ রহুল আমিন খাঁনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিমলা থানা পুলিশের ইনচার্জ রুহুল আমিন খাঁন বলেন, আজ বুধবার সকালে অবৈধভাবে ভারত সীমান্ত অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা রুজ্জু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই