ডিমলায় তিস্তা ও পরিবেশ রক্ষায় মানববন্ধন

আজ রোববার ৭ ডিসেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ স্মৃতি অম্লানে শুটিবাড়ী মোড়ে তিস্তা বাঁচাও,নদী বাঁচাও, সংগ্রাম পরিষদ ডিমলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও শ্লোগানে ঘন্টাব্যাপি মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড অধ্যাপক নুর মোহাম্মদ খাঁন, কমরেড বাবলু আক্তার, কমরেড মহুবর রহমান ,কমরেড সোহেল হোসেন, কমরেড লিটন মিয়া ও জাতীয় কৃষক সমিতিরি জেলা সম্পাদক গোলাম মোস্তাফা।

এ সময় সংগ্রাম পরিষদের অন্যতম নেতা বিভায়গীয় কমরেড মাহবুব আলম উপস্থিত থেকে বক্তব্য বলেন ,তিস্তা নদীতে পাথর বালু উত্তোলনে প্রতিরোধ গডে তুলতে হবে। দেশের বৃহত্তম সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজ রক্ষা করতে হবে,রাস্তা-ঘাটসহ পরিবেশকে বিপযর্য়ের হাত থেকে রক্ষায় এলাকাবাসীকে আরো বেশী সচেতন থাকতে হবে।

সেই সাথে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আরো কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। মানববন্ধন অনুষ্ঠানে প্রায় শতাধিক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই