কিশোরগঞ্জের ধাইজান নদীর ব্রীজটি ধ্বসে যাওয়ায় ৫ লাখ লোকের যাতায়াতের দুর্ভোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা-জলঢাকা কইমারী সড়কে ধাইজান নদীর উপর অবস্থিত ব্রীজটি গতকাল রাতে বামপাশের একটি বড় অংশ ধ্বসে গেছে। ফলে বড়ভিটা থেকে জলঢাকা কইমারী যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান,১৯৬৫ সালে পাকিস্থান আমলে নির্মিত দৈর্ঘ্য ৬৫ফিট ও ১৩ফিট প্রস্থের ব্রীজটি গত ৫ বছর আগে ঝুকিপূর্ণ হয়ে পরে। উপজেলা পরিষদের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সভায় ব্রীজটি নির্মান বা সংষ্কারের কথা বলা হলেও বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বাবুল জানান, রাত ৮টার সময় হঠাৎ বিকট শব্দে ব্রীজটি ধ্বসে নদীতে পরে যায়। বড়ভিটা থেকে কইমারী যাওয়ার রাস্তাটি যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে দুই উপজেলার ৫ লাখ লোকের যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহামানের সাথে কথা হলে তিনি জানান,ব্রীজটি ধসে পড়ায় ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। ব্রীজটি তারাতারি নির্মানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে।



মন্তব্য চালু নেই