পুঠিয়া ও চারঘাটে দুই গৃহবধু বিষপানে আত্মহত্যা

রাজশাহী : পুঠিয়া ও চারঘাটে পৃথক স্থানে দুই গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।

জানা গেছে, পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের রহমান আলীর কন্যা রুমা বেগম (২৪) গত ৬ বছর আগে একই গ্রামের সেলিম হোসেনের সাথে বিয়ে হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে রুমা তার নিজের শয়ন ঘরে বিষপান করে। পরে বাড়িতে সকলে জানতে পয়ে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করে। রামেকে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, জেলার চারঘাট উপজেলার আফজাল হোসের এর স্ত্রী রেবেকা বেগম (২০) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বেলা ১১ টার দিকে বিষপান করলে তার পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করে।



মন্তব্য চালু নেই