যুবলীগ সভাপতির রগ কাটা মামলায় আসামি ৭১

রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিন যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (২৬) এবং ছাত্রলীগকর্মী ইশতিয়াক হোসেন ইশার (২৪) পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে।

গত বুধবার রাতে আহত যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিনের বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্র শিবির ও ছাত্রদলের ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করেন।

মহানগরের মতিহার থানার উপপরিদর্শক (এস আই) হারুনুর রশীদ জানান, বুধবার বিকেলে মেহেদী হাসান ইয়ামিনের বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বিনোদপুর বাজারে যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিন ও ছাত্রলীগকর্মী ইসতিয়াক হোসেন ইশার ওপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে ইয়ামিন ও ইসতিয়াককে গুরুতর আহত করে। ইয়ামিনের বাম পায়ের উরুতে একটি গুলি করে তার রগও কেটে দেয়। ওই সময় তারা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে করে তারা পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই