রাজশাহীতে হরতাল সমর্থনে জামায়াতের মিছিল
সারাদেশের ন্যায় রাজশাহীতে ২০দলের ডাকা ৩দিনের হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে মহানগর জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় নগরীর দাশপুকুর মোড় এলাকায় একটি মিছিলটি মিছিল বের করে। এ সময় ঘটনা স্থলে পুলিশ আসর আগে তারা পালিয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকালে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় হঠাৎ জামায়াতের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে পিকেটিংয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকে পুলিশ দাশপুকুরসহ আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই