দায়িত্ব গ্রহণের ১০ মিনিটের মধ্যে ফের বরখাস্ত মেয়র বুলবুল

প্রায় দুই বছর পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নিতে না নিতেই ফের সাময়িক বরখাস্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। আদালতের রায় নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল স্বপদে ফিরে কার্যক্রম পরিচালনা করতে রোববার সকালে নগর ভবনে যান। কিন্তু গিয়ে দেখেন তার কক্ষটি তালাবদ্ধ। এরপর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি নগর ভবনেই অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে মেয়রের কার্যালয়ের তালা ভাঙা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন খানসহ রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

বেলা ৩টার দিকে বুলবুল সিটি করপোরেশনে তার কক্ষে বসার ১০ মিনিটের মধ্যে ফ্যাক্সে ফের সাময়িক বরখাস্তাদেশ আসে।

২০১৫ সালে ৭ মে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত তার বরখাস্তাদেশ অবৈধ ঘোষণা করেন। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। এরপরই রোববার দায়িত্ব নিতে নগর ভবনে যান মেয়র বুলবুল।



মন্তব্য চালু নেই