রাজশাহীর পবায় ২ কোটি টাকার নকল সিগারেট ধ্বংস

রাজশাহীর পবা উপজেলার বাগসাড়া মোড় এলাকায় একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ কোটি টাকার নকল সিগারেট ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত আদালতে এ জরিমানা করা হয়।

এ সময় ওই কারখানার ম্যানেজার বোরহান উদ্দিনের দেড় বছরের কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও এক লাখ টাকা জরিমানাও করা হয়।

র‌্যাব-৫ এর কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিক টোব্যাকো কোম্পানিতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে প্রায় ২ কোটি টাকার নকল স্টার সিগারেট ও মালামাল জব্দ করেন র‌্যাব সদস্যরা।

‘জব্দ নকল পণ্যের মধ্যে কোটি টাকা মূল্যের গোল্ড লিফ, স্টার, সিগারেট তৈরির কাঁচামাল, সিগারেটের লেভেলসহ আনুসঙ্গিক মালামাল রয়েছে।’

তিনি জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা বিপুল পরিমাণ সিগারেট ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানার ম্যানেজার বাগসাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বোরহান উদ্দিনকে দেড় বছর কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।



মন্তব্য চালু নেই