ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে এফবিসিসিআই-এর গভীর শোক প্রকাশ

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমানু বিজ্ঞানী এবং ভারতের মিসাইলম্যান খ্যাত এপিজে আবুল কালাম-এর মৃত্যুতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

ভারতের ১১তম রাষ্ট্রপতি এবং দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ খেতাবপ্রাপ্ত মরহুম এপিজে আবুল কালাম দক্ষিন এশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সুদুর প্রসারী দিক-নির্দেশনা ও পরামর্শ দেয়ার পাশাপাশি পরমানু গবেষনার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যু এ অঞ্চলের অপূরণীয় ক্ষতি বলে এফবিসিসিআই মনে করে।

মরহুম এপিজে আবুল কালাম একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। সর্বশেষ গত বছর বাংলাদেশ সফর করে দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করে বলেছিলেন এদেশের তরুনদের কর্মের পরিচয়ই হবে বাংলাদেশের ভবিষ্যত। তার এ উৎসাহব্যঞ্জক মন্তব্য বাংলাদেশের তরুনদের ইতিবাচক ভবিষ্যত পেশা গঠনে উদ্বুদ্ধ করেছে। এছাড়াও তিনি বাংলাদেশের তৈরী পোশাক খাতের ভূয়াসী প্রশংসা করেছেন।

এফবিসিসিআই মরহুম এপিজে আবুল কালাম-এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে।

এফবিসআই’র সচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি



মন্তব্য চালু নেই