রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

রাজশাহী : রাজশাহী মহানগরীর নওদপাড়া সিটি বাইপাস এলাকায় বালিবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান সবুজ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া বাইপাস সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আসাদুজ্জামান সবুজ মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার এবং আহতদের রামেক হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায় নি।



মন্তব্য চালু নেই