রাজশাহীতে এক ব্যাক্তির লাশ উদ্ধার
রাজশাহী : রাজশাহী নগরীর পান্তাপাড়া এলাকার বিলের মধ্যে থেকে আব্দুল সালাম (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালাম পাশের দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার আবদুল হাকিমের ছেলে।
মঙ্গলবার সকালে নগরীর পান্তাপাড়া বিলের মধ্যে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পান্তাপাড়া বিলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহমুদুর রহমান জানান, নিহত আব্দুস সালামের মুখে ঘাস লেগে ছিলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মন্তব্য চালু নেই