বিলে শাপলা তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

রাজশাহীর মহনপুরে বিলে শাপলা তুলতে গিয়ে মমিনুল (৬) ও খাদিজা (৮) নাসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মমিনুল মোহনপুর উপজেলা গোপাইল গ্রামের মৃত নায়েব সর্দারের ছেলে ও খাদিজা একই এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে।

শনিবার বেলা ১১টার মোহনপুর উপজেলার মর্গার বিলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের স্বজনরা জানান, বেলা ১১টার দিকে মমিনুল ও প্রতিবেশী খাদিজা মর্গার বিলে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিলের পানিতে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে লাশ দুটো উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই