কলারোয়া চন্দনপুরের সমাজসেবক গাজী নজরুল ইসলাম আর নেই

সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক মাস্টার গাজী নজরুল ইসলাম (৬৫) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বয়ারডাঙ্গার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদআছর বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাযায় প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আা.লীগ নেতা শওকত আলী খাঁসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা আবু তাহের।

এদিকে, গাজী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব রুস্তম আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।



মন্তব্য চালু নেই