পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ
রাজশাহী: রাজশাহী মহানগরের উপকণ্ঠ হারুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে কামরুজ্জামান কামু (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায় নি।
রোববার (১৪ জুন) বিকেলে গোসল করতে নামলে তাকে পাওয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে কামু পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় পানিতে তলিয়ে যান তিনি। পানির নিচ থেকে দীর্ঘসময় না ওঠার কারণে পাশে গোসল করা লোকজনের সন্দেহ হয়। এরপর সদর দমকল বাহিনীতে খবর দেন তারা।
রাজশাহী সদর দমকল বাহিনীর কর্মকর্তা সৈয়ব আলী জানান, বিকেল পৌনে ৫টা থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
নদীতে স্রোত থাকায় নিখোঁজ ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে পাওয়া যাচ্ছে না। এ কারণে ঘটনাস্থল থেকে ভাটিতে এক কিলোমিটার দূর পর্যন্ত ডুবুরিরা তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
মন্তব্য চালু নেই