বাজেটে চারটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে : বিশ্বব্যাংক

২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে চারটি প্রধান চ্যালেঞ্জের কথা বলেছে বিশ্বব্যাংক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বিশ্বব্যাংকের লিড ইকোনোমিস্ট জাহিদ হোসেন বলেন, আগামী বাজেট বাস্তবায়নে চারটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে প্রথমত ইউরোপ মন্দা থেকে বের হতে পারবে কিনা, দ্বিতীয়ত তেলের দাম কম হওয়ায় মধ্যমেয়াদে মধ্যপ্রাচ্যে শ্রমিক চাহিদা কমবে কিনা, তৃতীয়ত পোশাক শিল্পের চলতি সংস্কার সঠিকভাবে এবং সময়মতো শেষ হবে কিনা এবং চতুর্থত রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা।

এ ছাড়া ছয়টি ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। এগুলো হচ্ছে, রাজস্ব আহরণ, উন্নয়ন প্রকল্পের মান উন্নয়ন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সুদের হার নিয়ন্ত্রনে রাখা, ভর্তুকি কমার সুফল দরিদ্ররা পাচ্ছেন কিনা এবং সংস্কার কার্যক্রম গতিশীল হবে কিনা।



মন্তব্য চালু নেই