‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজশাহীতে বাড়ি ঘেরাও

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলার কোর্ট স্টেশনের হড়গ্রাম এলাকার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির আশপাশে র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ওই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার খবর পেয়ে ওই এলাকার চারপাশে অবস্থান নেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা। তবে ভেতরে জঙ্গি না সন্ত্রাসী আছে সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেননি। জঙ্গি আস্তানার তথ্য নিশ্চিত হয়ে এবং ওই এলাকা পর্যবেক্ষণ শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

অভিযান শুরুর পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের বাড়ির লোকজনকে সরে যেতে বলা হয়েছে। সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটিতে অভিযান শুরু হয়নি।



মন্তব্য চালু নেই