গোদাগাড়ীতে বাথান বাড়িতে আগুন, মরলো ৭ গাড়ল, দগ্ধ ৮
রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষকের বাথান বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে ৭টি গাড়ল পুড়ে মারা গেছে। আগুনে দগ্ধ হয়েছে আরও ৮টি গাড়ল।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, উপজেলার দুধাই গ্রামের আতাউর রহমানের ছেলে আবদুল জব্বার (৪০) ঘুন্টিঘর এলাকায় একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন। মাছ চাষের পাশাপাশি আবদুল জব্বার সেখানে একটি বাথান বাড়ি তৈরি করে গাড়লও পালন করতেন।
শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই বাথান বাড়িতে আগুন দেয়। এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনে ৭টি গাড়ল জ্যান্ত পুড়ে মারা যায়। দগ্ধ হয় আরো ৮টি গাড়ল। দগ্ধ গাড়ল গুলোর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আবদুল জব্বার জানান, শখের বসে চর থেকে গাড়ল এনে তিনি পুকুর পাড়ে পালন করতেন। তিনি দাবি করেন, পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করলেও এনিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে তার ঝামেলা চলছিল।
এরই জের ধরে দুর্বৃত্তরা তার বাথান বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।
মন্তব্য চালু নেই