কলারোয়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

শনিবার সকালে কলারোয়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে উদযাপন উপলক্ষে এক বিশাল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় কলারোয়া কারিতাস সম্বন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পিআইসি সদস্য মিঃ শিরিল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এর আগে র‌্যালীতে অংশগ্রন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, খুলনা কারিতাসের জেপিও আইসিডিপি আনন্দ দাস, সিডিএ উইনি বৈরাগী, কলারোয়ার গ্রীণহোমের ডিরেক্টর প্রসান্ত মারাক, সিডিও উত্তম ভট্টাচার্ষ্য, কারিতাসের প্রশান্ত দাস, উইনি বৈরাগী, সুমতি রোজারিও প্রমুখ।

অনুষ্ঠানে ১৮টি সিসিইউ থেকে ৩শ’৫০জন সভাপতি/সাধারণ সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাস কলারোয়ার কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার উত্তম ভট্টাচার্ষ্য।



মন্তব্য চালু নেই