অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
রাজশাহী মহানগরীতে অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গৃহপরিচারিকা এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ময়ুরী খাতুন (১৩)। ময়ুরীর বাড়ি জেলার মোহনপুর উপজেলার হাটরা গ্রামে। সে ওই গ্রামের মুকুল হোসেনের মেয়ে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ময়ুরী নগরীর বোয়ালিয়া থানার পুলিশ সদস্য অপারেটর মঞ্জুরুলের বাসায় কাজ করতো। দুপুরে মঞ্জুরুল ময়ুরীকে সঙ্গে নিয়ে স্যান্ডেল কিনতে সাহেববাজারে আসার সময় অটোরিকশার চাকার সঙ্গে তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জরুল ইসলাম জানান, সম্প্রতি তার শ্বশুরবাড়ি মোহনপুরের হাটরা থেকে ময়ুরীকে তার বাড়িতে কাজের জন্য আনা হয়। এরপর থেকে ময়ুরী তার বাড়িতেই কাজ করতো।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। মৃতদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই