৩শ বোতল ফেনসিডিলসহ আটক ২
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকৃতরা হলেন, দিনাজপুরের বাসদপুর এলাকার মৃত মহাসীনের ছেলে মাসুম (৩২) ও লালমনির হাটের নওদাবাস এলাকার মৃত মকবুলের ছেলে মুকুল ৩০।
গতকাল বুধবার দিবাগত রাতে কাশিয়াডাঙ্গা এলাকার রহমান ফিলিং স্টেশনের সমনে থেকে তাদের আটক করা হয়।
দুপুরে নগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চত করেন, মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আমের ট্রাকের মধ্যে থাকা আমের ক্রেটের মধ্যে করে তারা ফেনসিডিল নিয়ে আসছিলো। আমের তিনটি ক্রেটের ৩০০ বোতল ফেনসিডিল ছিলো।
তিনি আরো বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে রাজপাড়া থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে এই কর্মকর্তা জানান।
মন্তব্য চালু নেই