ভুয়া সাংবাদিক ফেন্সিডিলসহ আটক

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ রেজাউল করিম (৪০) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত রেজাউল জেলার দুর্গাপুর উপজেলার সুকানদীঘি ইউনিয়নের ইব্রাহিমের ছেলে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় মহানগর গোয়েন্দা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় আরএমপির (মুখপাত্র) ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, আটককৃত রেজাউল দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

বুধবার রাতে সে আবারো ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিনোদপুর হানিফ কাউন্টারের সামনে গিয়ে পৌঁছায়। পরে সেখানে রেজাউলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহী থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে বেশী দামে বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে বলে জানান এই কর্মকর্তা। তার বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই