মুখোশধারীর হামলায় যুবমৈত্রী নেতা আহত

রাজশাহী: রাজশাহীর কাটাখালিতে মুখোশধারীদের হামলায় পৌর সভার যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সুজন আহমেদ আহত হয়েছে। আহত সুজন আহমেদ মতিহার থানার ইমায়েতপুর এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান এলাকার রূপসী নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহত সুজন আহমেদ জানান, শনিবার তিনি ব্যক্তিগত কাছে হরিয়ানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রূপসী নামকস্থানে পৌঁছা মাত্র কয়েকজন মুখোশধারী তার উপর হামলা চালায়। তারা জিআই পাইপ, লোহার রড দিয়ে মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার দিলের স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। তবে কি কারণে তার উপর হামলা চালানো হয়েছে তা তিনি জানাতে পারেননি।

পুর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন। সুজন আহমেদ রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য চালু নেই