রাজশাহীতে জিহাদী বইসহ ১৩ শিবির কর্মী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর ঘোষপাড়া এলাকার রেটিনা কোচিং সেন্টারে গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে জিহাদী বইসহ ১৩জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়নাল আবেদিন (২০), তানজীদ সিদ্দিক (২০), জুলফিকার (২১), ফয়সাল (২৩), মোনয়ার (২৩), ফরহাদ (২২), হামিদুর (২৪), আহসান হাবিব (২২), জাঙ্গীর আলম (২৪), আলমাহমুদ (২২), সোলেমান (২১), মাহবুব (২২), আশিক (২২), মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষেয়ে গোয়ন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, তারা মূলত নগরীতে নাশকতাকরার জন্য শিবিরকর্মীরা রেটিনা কোচিং সেন্টারে সমবেত হচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ১৩জন শিবিরকর্মীকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই