২১ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হারমানলেন সেলিম

রাজশাহী: বুধবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালক সেলিম মারা গেছেন।
সেলিম চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার চাচা ইসমাইল হোসেন বিষয়টি আওয়ার নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে নওগাঁর মহাদেবপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলীর (৪০),

ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে সেলিম (২৬) এবং হেলপার একই জেলার শিবগঞ্জ এলাকার ওমার আলীর ছেলে ফিরোজ (৩০)। ফেরার পথে গোমস্তাপুরের মাদসার মোড় এলাকায় দুর্বৃত্তের পেট্রোলবোমা হামলার শিকার হন।

রামেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাকচালক সেলিমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক থাকায় ট্রাকচালক সেলিমকে আইসিইউতে রাখা হয়ে ছিলো। বৃহস্পতিবার বিকেলে সেলিম মারা যান।



মন্তব্য চালু নেই