রাজশাহীতে দুই স্থানে বোমা বিস্ফোরণে আহত ৩

রাজশাহী রেলস্টেশনের প্রধান ফটকের সামনে ও সাহেববাজার মনিচত্বর এলাকায় দুইটি বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, নগরীর দরগাপাড়া এলাকার মাহফুজা (৩২), বুলনপুর এলাকার নামজা (৩০) ও তার স্বামী রাজু কামাল (৩৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে একই সময় দুইটি স্থানে এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের প্রাধন ফটকের সামনে বিকট শব্দে বোমার বিষ্ফোরণ ঘটে। হামলাকারী বোমা হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেণ। ওই সময় রেলের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও পুলিশ হামলাকারীকে ধাওয়া দিলেও ধরতে ব্যর্থ হয়। উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ রাউ- রাবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে ওই ঘটনার পরে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনে উপস্থিত যাত্রীরা এদিক-ওদিক ছুটোছুটি করে পালানোর চেষ্টা করে। ঘটনার সময় স্টেশন ফাঁকা ছিলো বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান জানান, আহতরা কেউ গুরুতর নয়। তাদের বোমার স্প্রিন্টাল লেগে শরীরের কয়েক জায়গা কেটে গেছে।



মন্তব্য চালু নেই