রাজশাহীর দুর্গাপুর ও চারঘাটের ১৩ চেয়ারম্যনের শপথ গ্রহণ
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠিানে শপথ বাক্য পাঠ করান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
শপথ নেওয়া দুর্গাপুর উপজেলার চেয়ারম্যানগণ হলেন, জয়নগর ইউপির সমসের আলী, পানানগরের আজাহার আলী, কিশমতগণকৈড়ের আফসার আলী, মাড়িয়ার হাসান ফারুক ইমাম, ঝালুকার মোজাহার আলী মণ্ডল, নওপাড়ার সাইফুল ইসলাম ও দেলুয়াবাড়ির রিয়াজুল ইসলাম।
চারঘাট উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন, সদর ইউপির মোজাম্মেল হক, নিমপাড়ার মনিরুজ্জামান, শলুয়ার জিয়াউল হক, সরদহের হাসানুজ্জামান, ভায়ালক্ষিপুরের শওকত আলী ও ইউসুফপুরের শফিউল আলম। ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি, রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি) দেওয়ান শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (শিক্ষা) পারভেজ রায়হান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ মে রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর এই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই