রাজশাহী নগরীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩১

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১জনকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত ১ থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে বোয়ালিয়া মডেল থানায় ১১জন, রাজপাড়া থানায় ১০জন, মতিহার থানায় ৫জন, শাহমুখদুম থানায় ৩জন ও নগর গোয়েন্দা পুলিশ ২জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৫জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। আর বাকি ১৬জনকে আরএমপি আইনে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আরএমপি’র মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজকের মধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গী দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই