শিক্ষক রেজাউল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার দায় স্বীকার করে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ নামে এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দি দেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে তিনি তার নাম জানালেও পরিচয় নিশ্চিত করেননি।
এ বিষয়ে মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টায় নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে মাত্র ১০০ গজ দূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারার দরগামারিড়ায়। সেখানে তার একটি গানের স্কুল আছে। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন।
এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই