‘গভীর রাতে হোস্টেলের ছাদ থেকে লাফ দেয় মৌসুমী’, তারপর কি ঘটল?
রাজশাহী নগরীতে ছাত্রী নিবাসের ছাদ থেকে গভীর রাতে লাফ দিয়েছেন এক ছাত্রী। মৌসুমী (১৮) নামের এই ছাত্রী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গণকপাড়া এলাকার আবির ছাত্রী নিবাস থেকে লাফ দেয়। কিন্তু কেন এই কাণ্ড ঘটল?
পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তার মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত ওই ছাত্রীর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তিনি এসএসসি পরীক্ষা শেষে ওই ছাত্রী নিবাসে এসে ওঠেন। সেখানকার পঞ্চম তলায় থাকতেন তিনি।
ছাত্রী নিবাসের মালিক আদিল জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা তারা জানেন না। ছাত্রী নিবাসের অন্য ছাত্রীরাও তা বলতে পারছে না। বিষয়টি ওই ছাত্রীর পরিবারকে জানানো হয়েছে। তারা খবর পেয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাইনুল ইসলাম জানান, ঘটনাটি তারা শোনেননি।
মন্তব্য চালু নেই