রোগী মৃত্যুর জেরে রামেকে সংঘর্ষ, চিকিৎসাসেবা বন্ধ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে, এমন অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষের পর জরুরি বিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। শুক্রবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন অসুস্থ অবস্থায় রামেকে ভর্তি হন। ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মোশাররফকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে তার অবস্থা আরও খারাপ হলে স্বজনরা ফের তাকে রামেকে নেয়। সেখানে চিকিৎসকরা তার শরীরে ইনজেকশন দেয়ার পরপরই মোশাররফের মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ।

এ ঘটনায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রুপ নেয়। এতে রোগীর এক স্বজন আহত হন।

সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। নতুন করে যেন সংঘর্ষ না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই