রেলওয়ে স্টেশনের লাইটিং অফিসে আগুন
রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহী রেলওয়ে স্টেশনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেন।
বুধবার দুপুর ১টার দিকে স্টেশনের লাইটিং শাখার ট্রেন লাইটিং (এসএই/ইলেক) অফিসে এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের জৈষ্ঠ্য উপ-সহকারী প্রকৌশলী এহসান আলী জানান, অগ্নিকা-ের সময় অফিসটিতে কোনো কর্মকর্তা-কর্মচারি ছিলেন না। ফলে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
তবে অফিসে কেউ না থাকায় আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা গোটা কক্ষে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি টের পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়।
তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছেনা। তবে অফিসটিতে মূল্যবান কিছু কাগজপত্র, আসবাবপত্র এবং কিছু পুরনো জিনিসপত্র ছিল। সেগুলোর বেশিরভাগই ভম্ভীভূত হয়েছে।’
রাজশাহী ফায়ার স্টেশনের জৈষ্ঠ্য স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই