রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি আটক
রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মাইনুল হোসাইনকে (৩২) নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে আটক করেছে পুলিশ। মাইনুল হোসাইন ওই গ্রামের আবদুল মাজেদ প্রামাণিকের ছেলে।
বুধবার ভোরে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে মাইনুল নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই