পদ্মায় দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত
রাজশাহীর বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকায় পদ্মা নদীতে রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে রাজশাহী নগর পুলিশ (আরএমপি) ও কমিউনিটি পুলিশের উদ্যোগে এবং জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এসব মাছের পোনা ছাড়া হয়।
এর আগে মাছের পোনা অবমুক্ত করা উপলক্ষে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি জিরোপয়েন্ট থেকে বড় মসজিদ সড়ক প্রদক্ষিণ করে বড়কুঠি পদ্মা গার্ডেনের কাছে গিয়ে শেষ হয়।
পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নাহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পূর্ব) আমীর জাফর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আতিকুর রহমান মিয়া, রাজশাহী মৎস্য বিভাগের উপ-পরিচালক মাহাবুব-উল-আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটিং পুলিশ সদস্যরা।
মন্তব্য চালু নেই