রাবির বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসচাপায় সুলতান আলী (৪৩) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সুলতান আলীর বাড়ি নগরীর সাগরপাড়া এলাকায়।
মঙ্গলবার দুপুরে নগরীর বোসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে ছাত্রদের বহনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাস নগরীর কোর্ট এলাকায় যাচ্ছিল। পথে বোসপাড়া এলাকায় পৌঁছালে ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইকেলআরোহী।
এ সময় স্থানীয়রা বাস ও বাসের চালক নুরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসচালককে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য চালু নেই