রাতে কাঁদছিল ১ দিনের নবজাতক, জীবিত উদ্ধার করলো পুলিশ
রাজশাহী মহানগরীর পদ্মা গার্ডেন থেকে ১ দিন বয়সের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই নবজাতককে উদ্ধার হয়।
পুলিশ জানায়, পদ্মা গার্ডেনের মধ্যে এক শিশুর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে। এক দিন বয়সের ওই শিশুটি কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলাম জানান, শিশুটিকে পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে (নবজাতক ওয়ার্ড) ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে।
মন্তব্য চালু নেই