রাজশাহী শিক্ষা বোর্ডে ককটেল বিস্ফোরণ
রাজশাহী : রাজশাহী শিক্ষা বোর্ডের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টার দিকে ককটেলটি বোর্ডের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ ব্যাপারে এখনও কাউকে আটক করা যায় নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবরোধ-হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতে ককটেলটির বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বর্তমানে বোর্ডের আশপাশের এলাকায় অভিযান চলছে।
মন্তব্য চালু নেই