রাজশাহী নগর বিএনপির সম্পাদক মিলন কারাগারে

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

৫ জানুয়ারির পর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা করে পুলিশ। এ সব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন তিনি।

দুপুরে বোয়ালিয়া মডেল থানার দুটি মামলা ও মতিহার থানার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে বিচারক বোয়ালিয়া মডেল থানার দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে মতিহার থানার মামলার মূলনথি আদালতে না পৌঁছায় পরবর্তীতে শুনানির ধার্য করেন।



মন্তব্য চালু নেই