রাজশাহী কলেজ চত্বর থেকে ৮টি ককটেল উদ্ধার

রাজশাহী কলেজ চত্বর থেকে ৮টি ককটেল উদ্ধার হয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

শনিবার দুপুরে কলেজের পরিচ্ছন্ন কর্মীরা ককটেল ভর্তি ব্যাগটি দেখে থানায় সংবাদ দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে রাজশাহী কলেজের পরিচ্ছন্ন কর্মীরা কলেজের ড্রেনসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। দুপুরে পরিচ্ছন্ন কর্মীরা কলেজের মসজিদের পাশে ড্রেন পরিষ্কার করতে গিয়ে দেখেন একটি প্লাস্টিকের ব্যাগ মোড়ানো অবস্থায় পড়ে আছে। এরপর তারা সেটি খুলে দেখেন ভেতরে কয়েকটি ককটেল।

বিষয়টি তারা অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ হবিবুর রহমান দ্রুত থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাগে রাখা ককটেলগুলো উদ্ধার করে। বেশকিছু দিন ধরে ব্যাগে করে ককটেলগুলো সেখানে পড়েছিল। সেগুলোতে শ্যাওলা জমে গেছে।

অধ্যক্ষ হবিবুর রহমান জানান, ককটেলগুলো বেশ কিছুদিন আগের। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ায় কিছু নেই।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ককটেলগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই