রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর সময় মোটরসাইকেল চালকসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নাটোর শহরের পিটিআই মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে মেহেদী হাসান (২৭), একই এলাকার আজিজের ছেলে শুভ (২৮) ও দুলুর ছেলে সুমন (৩০)।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তারাপুরে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাফিজুর রহমান হাফিজ জানান, উপজেলার তারাপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় নিহতরা মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে নাটোর যাচ্ছিলেন। চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ তাদেরকে মোটরসাইকেল থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রবাহী বাসের নিচে তারা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শুভ ও সুমন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত মেহেদী হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় পথে সেও মারা যায়।
এদিকে দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করে রাখেন। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ থাকার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য চালু নেই