রাজশাহীর নিউমার্কেট শিবিরের মিছিল, ককটেল, আটক ৮
রাজশাহীর নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির নোতাকর্মীরা। এ সময় মিছিল থেকে তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশকে আসতে দেখে ঘটনা স্থলে থেকে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পুলিশ শিবিরকর্মী সন্দেহে আটজনকে আটক করে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে শিবিরকর্মীরা মহানগরীর নিউমার্কেট এলাকায় শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
ঝটিকা মিছিলের পর মহানগরীর নিউমার্কেট, সুলতানাবাদ ও ষষ্টিতলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে আট জনকে আটক করা হয়। আটকের পরে থানায় এনে আসা হলে তারা শিক্ষার্থী হওয়ায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আসলে তাদের ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য চালু নেই